পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১ গ্রেফতার-২ 105 0
পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১ গ্রেফতার-২
মোস্তফা ,পীরগঞ্জ(রংপুর): প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হাফিজুর (৪২) রহমান নিহত হয়েছেন । এ ঘটনা ঘটে শুক্রবার উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানু শাহাপুর গ্রামে ।
অভিযোগে জানা গেছে, উক্ত গ্রামের হাফিজুর রহমানের সঙ্গে একই গ্রামের সুলতান মন্ডলের পুত্র আলমগীর হোসেনের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে । এ বিরোধের জের ধরে শুক্রবার সকালে আলমগীর পক্ষের লোকজন জোড় পুর্বক হাফিজুর রহমানের জমিতে আইল দিতে গেলে হাফিজুর রহমান আপত্তি জানায় । এ সময় আলমগীর হোসেনের লোকজন অতির্কিত ভাবে হাফিজুরের উপর হামলা করে এতে হাফিজুর গুরুতর আহত হয় । সে সময় হাফিজুরের পক্ষে সাইদুল, সফিকুল ও সাইদুর এগিয়ে আসলে তারাও আলমগীর পক্ষের লোকজনের হামলায় আহত হয় । আহতদের মধ্যে হাফিজুর রহমানকে গুরুতর অবস্থায় রংপুর মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধার পর হাফিজুর রহমান চিকিৎসাধিন অবস্থায় মারা যায় । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে মামলা নং১৭,তাং-১৮/০১/২১ এবং পুলিশ,ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিপন মন্ডল ও মুক্তি মন্ডল নামের ২ জনকে গ্রেফতার করে রংপুর জেল হাজতে প্রেরণ করেন।